কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোংলায় ৬০০ টন পাথর নিয়ে জাহাজডুবি

বণিক বার্তা মোংলা বন্দর প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১৪:০১

বাগেরহাটের মোংলায় ৬০০ টন পাথর নিয়ে এমভি মাস্টার দিদার নামের একটি কার্গো জাহাজ ডুবে গিয়েছে। গতকাল বুধবার রাতে বন্দরের হারবাড়িয়ার তিন নম্বর অ্যাংকোরেজের লাল বয়া এলাকায় কার্গোটি ডুবে যায়। তবে জাহাজে থাকা মাস্টারসহ ১০ জন সাঁতরে অন্য একটি জাহাজে আশ্রয় নিয়েছেন।


ডুবে যাওয়া জাহাজটি ফিটনেসবিহীন ছিল বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ। এছাড়া জাহাজটির সার্ভে সনদও মেয়াদোত্তীর্ণ ছিল।


এরই মধ্যে পাথর নিয়ে ডুবে যাওয়া জাহাজটির মালিক দেলোয়ার হোসেনকে ডেকে পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মেয়াদোত্তীর্ণ সার্ভে সনদ নিয়ে জাহাজটি কীভাবে পণ্য পরিবহন করছে তার ব্যাখ্যা চাওয়া হবে তার কাছে।


হারবাড়িয়া এলাকায় জাহাজ ডুবলেও মোংলা বন্দরের মূল চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। এরই মধ্যে ডুবে যাওয়া জাহাজটি দ্রুত উত্তোলনের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও