কোথায় হবে পরবর্তী বিশ্বকাপ?
চলমান বিশ্বকাপের আয়োজক একটি দেশে হলেও পরবর্তী, অর্থাৎ ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজিত হবে তিনটি দেশে। আর এই প্রথমবার ফিফার বিশ্বকাপ ভেন্যু হতে যাচ্ছে একইসঙ্গে তিনটি দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
মোট ৮০টি ম্যাচের মধ্যে ৬০টি হবে যুক্তরাষ্ট্রে; আর মেক্সিকো ও কানাডায় হবে ১০টি করে ম্যাচ। তিন দেশের মোট ১৬টি শহরে আয়োজিত হবে এ বিশ্বকাপ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের শহর ১১টি, মেক্সিকোর তিনটি এবং কানাডার দুটি। গত জুনে ফিফা জানিয়ে দিয়েছে কোন কোন মাঠে হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ।
যুক্তরাষ্ট্র
আটলান্টা (মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম)
বোস্টন (জিলেট স্টেডিয়াম)
ডালাস (এটি অ্যান্ড টি স্টেডিয়াম)
হিউস্টন (এনআরজি স্টেডিয়াম)
কানসাস সিটি (অ্যারোহেড স্টেডিয়াম)
লস অ্যাঞ্জেলস (সোফি স্টেডিয়াম)
নিউজার্সি (মেটলাইফ স্টেডিয়াম)
মায়ামি (হার্ড রক স্টেডিয়াম)
ফিলাডেলফিয়া (লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম)
সান ফ্রান্সিসকো বে (লিভাইস স্টেডিয়াম)
সিয়াটল (লুমেন ফিল্ড স্টেডিয়াম)
মেক্সিকো
গুয়াদালাহারা (এস্তাদিও আকরোন)
মেক্সিকো সিটি (এস্তাদিও আজতেকা)
মন্তেরেই (এস্তাদিও বিবিভিএ বানকোমার)
কানাডা
টরন্টো (বিএমও ফিল্ড)
ভ্যাঙ্কুভার (বিসি প্লেস)
ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপেই প্রথমবারের মতো খেলতে যাচ্ছে ৪৮টি দেশ।