যেভাবে শুরু করতে পারেন ফটোশপ শেখা
আপনি যদি একদমই ফটোশপ না জেনে থাকেন তাহলে শুরু থেকে শেখার জন্য রয়েছে বিভিন্ন পদ্ধতি। সহজ কয়েকটি কৌশল সম্পর্কে আজ আলোচনা করা হবে। যা আপনার ফটোশপ শেখাকে সহজ করতে পারে।
অ্যাডোবি ফটোশপ হতে পারে বহু ধরনের ক্যারিয়ারের সূচনাপথ। এরমধ্যে বেশি প্রচলিত হলো গ্রাফিক ডিজাইন ও ফটোগ্রাফি। ফ্রন্ট-এন্ড ডেভলপার ও প্রোডাকশন সহযোগিরাও তাদের ফটোশপের দক্ষতা কাজে লাগিয়ে অনেকদূর এগোতে পারেন। কিন্তু কীভাবে আপনি ফটোশপ শিখবেন এবং এতে দক্ষ হয়ে উঠবেন?
এর সহজ উত্তর- ধাপে ধাপে। কথায় যেমন বলে- 'একেক বার একেক কামড় করে খেলে আস্ত হাতিও খাওয়া হয়ে যায়।'
তেমনি কাজ করতে হলে কোনো একটা জায়গা থেকে শুরু তো করতেই হবে। তাই চলুন, কিছু উপায় জেনে নেওয়া যাক যা আপনাকে খুব বেশি কসরত ছাড়াই ফটোশপ শিখতে সহায়তা করবে।
গ্রাফিক ডিজাইনের 'বেসিকস' শিখুন
শেখার ক্ষেত্রে ভরসা রাখতে পারার জন্য গ্রাফিক ডিজাইনকে সহজেই বেছে নিতে পারেন। আপনি খুব কম ক্ষেত্রেই এলাইনমেন্ট, কনট্রাস্ট, নেগেটিভ স্পেস ও রিদমের মতো বিষয়গুলো নিয়ে সমস্যায় পড়বেন, একান্তই যদি সেখানে ভুল থাকে। মনে রাখবেন, আপনি নিজেই যদি ভালো ডিজাইন শেখার জন্য কোমর বেঁধে নামতে পারেন এবং অধ্যবসায়ী হন তাহলে একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য আর্ট স্কুল তেমন জরুরি কিছু নয়।
ফটোশপ ওয়ার্কস্পেস সম্পর্কে জানুন
অ্যাডোবি আপনাকে ফটোশপে কাজের ক্ষেত্র বুঝতে সহায়তা করবে। 'গেট স্টারটেড উইথ ফটোশপ' টিউটোরিয়ারগুলো কীভাবে ওয়ার্কস্পেসকে কাজে লাগাতে হয় তা আপনাকে দেখাবে। যে স্যাম্পল ইমেজ বা ছবিটি দেওয়া হবে তা ওপেন করুন ও ভিডিওতে দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করুন। এ ছাড়া কাজে দ্রুততা আনার জন্য 'কাস্টম ফটোশপ ওয়ার্কস্পেসেস' কীভাবে ব্যবহার করতে হয় তা শিখে রাখুন।
প্রতিদিন একটি করে টুল নির্বাচন করুন
বাম পাশে থাকা ফটোশপ টুলগুলোর প্যালেটটি হয়তো সরু ও লম্বা। তাদের কারও কারও নিচে থাকা ছোট তীরটিতে ক্লিক করে লুকানো টুলগুলোয় প্রবেশ করুন। এখানে প্রায় ৬৫টির মতো টুল সাজানো আছে, যেগুলো ব্যবহার করে নির্বাচন, ক্রপিং ও টুকরোকরণ, পুনঃস্পর্শকরণ, ছবি আঁকা, রেখা টানা ও টাইপ করা যাবে। কাজেই এখানে একটি নিরীক্ষা করতে পারেন যাতে নিজে এর সবগুলোর সঙ্গে পরিচিত হতে পারেন।