কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সবার নজর দুই পদে, চলছে নানা সমীকরণ

প্রথম আলো জামালপুর প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১২:৫১

প্রায় সাড়ে সাত বছর পর জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। ২৮ নভেম্বর জামালপুর জিলা স্কুল মাঠে ওই সম্মেলন হওয়ার কথা। সম্মেলন ঘিরে জেলাজুড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শীর্ষ দুই পদে কারা আসছেন, তা নিয়ে চলছে নানা গুঞ্জন-সমীকরণ।


সম্মেলনে প্রায় দুই লাখ নেতা–কর্মীর সমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন। ২০১৫ সালের ২০ মে জামালপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ সভাপতি এবং ফারুক আহাম্মেদ চৌধুরী সম্পাদক নির্বাচিত হন। এর ১ বছর পর গঠিত হয় ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।


দলটির র্শীষ কয়েকজন নেতা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মির্জা আজমের হাতে জেলা আওয়ামী লীগের নিয়ন্ত্রণ। তিনি নিয়মিত জামালপুরে আসেন এবং সব বিষয়ে দলীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত দিয়ে থাকেন। তাঁর নিয়ন্ত্রণের কারণে দলটিতে প্রকাশ্য অভ্যন্তরীণ কোন্দল নেই। তবে ভেতরে ভেতরে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও