![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-09%252F30533f69-6f1b-49b0-8dfb-f291d0036bfd%252FFacebook_Rohingya.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
ফেসবুক প্রোফাইল থেকে সরছে ধর্মীয়-রাজনৈতিক বিশ্বাসের অপশন
ফেসবুকে ব্যক্তি পরিচিতি অংশ (প্রোফাইল) থেকে সরানো হচ্ছে রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাসের অপশনগুলো। প্রোফাইলের ‘ইন্টারেস্টেড ইন’ অপশন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলতে যাচ্ছে অন্যতম বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরিবর্তন আসছে। নতুন এ ঘোষণার ফলে ফেসবুকের ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাসের অপশনগুলো আর প্রোফাইলে দেখা যাবে না।
কয়েক হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পরই ফেসবুক এসব পরিবর্তনের কথা জানাল।
বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়েছে, ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠিয়ে এ খবর জানাচ্ছে ফেসবুক। ১ ডিসেম্বর থেকে ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’ ঘরের তথ্যগুলো আর প্রোফাইলে দেখা যাবে না। আর বাকি যেসব তথ্য প্রোফাইলে আছে, তা থাকবে। তবে কেন ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’প্রোফাইলে থাকবে না, তার ব্যাখ্যা ফেসবুক দেয়নি।
এত দিন ব্যবহারকারী রাজনৈতিক ও ধর্মবিশ্বাসের মতো ব্যক্তিগত তথ্য-উপাত্ত ফেসবুকের ‘ইন্টারেস্টেড ইন’ক্যাটাগরিতে শেয়ার করার সুযোগ পেতেন। ফেসবুকের মূল কোম্পানি মেটার মুখপাত্র এমিল ভ্যাসকেজ প্রযুক্তিবিষয়ক একটি ওয়েবসাইটকে বলেছেন, ব্যবহারকারীদের কাজ সহজ করার লক্ষ্যে এসব পরিবর্তন আনা হচ্ছে।