![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-11%2F36c858ca-5235-4526-8763-f6454473c49a%2Fmartian_solar_eclips_231122_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
মঙ্গল থেকে দেখা সূর্যগ্রহণ কতটা আলাদা?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১৬:১৪
সম্প্রতি মঙ্গলপৃষ্ঠ থেকে সূর্যগ্রহণের ছবি তুলে পাঠিয়েছে নাসার পারসিভ্যারেন্স রোভার। সে ছবিগুলো দিয়ে সূর্যগ্রহণের ভিডিও বানিয়েছেন নাসার এক প্রকৌশলী।
পৃথিবী থেকে সূর্যগ্রহণ দেখতে যতোটা মনোমুগ্ধকর, পারসিভ্যারেন্সের ছবি থেকে বানানো ভিডিও বলছে – মঙ্গল থেকে সূর্যগ্রহণ দেখতে সম্ভবত কিম্ভুত!
পৃথিবী সূর্যগ্রহণ দেখার একটি বাড়তি সুবিধা হলো, পৃথিবীর চাঁদ আর সূর্য দুটোই দেখতে গোলাকার হওয়ায় সার্বিক দৃশ্যে একটি ভারসাম্য থাকে। কিন্তু মঙ্গলের দৃশ্যপট ভিন্ন।
রেড প্ল্যানেট খ্যাত গ্রহটির চাঁদ দুটি; এর মধ্যে আকারে তুলনামূলক বড় ফোবস দেখতে অনেকটা পৃথিবীর আলুর মতো।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ছবি প্রকাশ
- সূর্যগ্রহণ