আসাম-মেঘালয় সীমান্তে গোলাগুলিতে নিহত ৬

বিডি নিউজ ২৪ মেঘালয় প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১৬:০৭

ভারতের দুই প্রতিবেশী রাজ্য আসাম ও মেঘালয়ের সীমান্তে গোলাগুলিতে এক বনরক্ষীসহ ছয় জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।


মঙ্গলবার সকালে কাঠ চোরাচালানের চেষ্টার সময় মেঘালয়ের একটি গ্রামের কাছে ঘটনাটি ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন, খবর ভারতীয় গণমাধ্যমের।


এদিন সকালে আসামের পশ্চিম কার্বি আংলং জেলার সীমান্তের কাছে মেঘালয়ের পশ্চিম জৈন্তা পাহাড় জেলার মুকরোহ গ্রামে ঘটা এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে।


এ ঘটনার জেরে মঙ্গলবার রাতে মেঘালয়ের রাজধানী শিলংয়ে উত্তেজিত জনতা আসামের নাম্বারধারী একটি এসইউভিতে আগুন ধরিয়ে দেয়। দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেললেও ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, তবে হতাহতের কোনো খবর হয়নি।


দ্রুত দুই রাজ্যের সীমান্তজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় মঙ্গলবার সকাল থেকেই মেঘালয় রাজ্যের সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও