ট্রাম্পের কর নথি দেখার অনুমোদন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসনাল কমিটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর নথি এখন দেখতে পারবে। মঙ্গলবার (২২ নভেম্বর) দেশটির সর্বোচ্চ আদালত ট্রাম্পের আবেদন নাকচ করে সংক্ষিপ্ত এ আদেশ দেন। এতে সুপ্রিম কোর্টের কোনও বিচারপতি দ্বিমত পোষণ করেননি।
ট্রাম্পের আর্থিক নথি চেয়ে কংগ্রেস কমিটির করা আবেদন মঞ্জুর করেন দেশটির নিম্ন আদালত। নিম্ন আদালতের এ আদেশ স্থগিত রাখতে সুপ্রিম কোর্ট অবদি দৌড়ান ট্রাম্প।
তবে আদালতের এই সিদ্ধান্তের অর্থ হলো মার্কিন ট্রেজারি বিভাগ ট্রাম্প ও তার ব্যবসার ২০১৫ থেকে ২০২০ সালের করের তথ্য ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কমিটির কাছে সরবরাহ করতে পারবে।
এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় কংগ্রেসের শুনানিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অভুত্থান চেষ্টার অভিযোগ আনা হয়। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গার জন্য সমর্থকদের সংগঠিত করেন তিনি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কর পরিশোধ
- ডোনাল্ড ট্রাম্প