মূল্যস্ফীতির চাপে বিশ্ব প্রবৃদ্ধি কমবে

কালের কণ্ঠ প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১০:৫৯

এ বছর বিশ্ব জিডিপি প্রবৃদ্ধি ৩.১ শতাংশ হলেও উচ্চ মূল্যস্ফীতির কারণে আগামী বছর কমে হবে ২.২ শতাংশ। তবে ২০২৪ সালে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। তখন প্রবৃদ্ধি সামান্য বেড়ে হবে ২.৭ শতাংশ। উন্নত দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) গতকাল মঙ্গলবার প্রকাশিত এক পূর্বাভাসে এমন তথ্য জানায়।


প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে প্রবৃদ্ধি গতি হারিয়েছে। উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হচ্ছে, মানুষের আত্মবিশ্বাস কমে যাচ্ছে এবং অনিশ্চয়তাও বাড়ছে। ওইসিডির প্রধান অর্থনীতিবিদ আলভারো সান্তোস পেরিয়ারা বলেন, ‘১৯৭০ সালের পর সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটে টলমল করছে বিশ্ব অর্থনীতি। ’ তিনি আরো বলেন, ‘জ্বালানি সংকটে মূল্যস্ফীতি এমন পর্যায়ে গেছে, যা গত কয়েক দশকে দেখা যায়নি। যার আঘাত লেগেছে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। ’


প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দেশগুলো যখন করোনা মহামারি কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে, তখনই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন তৈরি করে। তাতে বাড়তে থাকে মূল্যস্ফীতি। ওইসিডির হিসাবে এ বছরের চতুর্থ প্রান্তিকে শীর্ষ ২০ অর্থনৈতিক দেশে মূল্যস্ফীতি বেড়ে হবে ৮ শতাংশ। তবে ২০২৩ ও ২০২৪ সালে কমে ৫.৫ শতাংশে নামবে।    সান্তোস পেরিয়ারা বলেন, ‘আমরা আশা করছি বিশ্ব মন্দায় যাবে না, তবে উল্লেখযোগ্য হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হচ্ছে, যা ২০২৩ সালে ভালোভাবে দেখা যাবে। এর পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি, যদিও কিছু দেশে এখন কমছে। সংস্থার মতে, মূল্যস্ফীতির বিরুদ্ধে যুদ্ধ আমাদের অগ্রাধিকারে থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও