You have reached your daily news limit

Please log in to continue


কার্তিকের জন্মদিনে কি লিখলেন সারা আলী খান?

মঙ্গলবার ছিল কার্তিক আরিয়ানের জন্মদিন। এক্সের জন্মদিনে চমক দিলেন  সারা আলি খান। চলতি বছরেই নিজের শো-তে করণ জোহর ফাঁস করে দিয়েছেন প্রেম করত সারা আর কার্তিক। তবে এসব অতীত। ব্রেকআপও হয়েছে বছরখানেক আগে। তবে সারার মনে এত ভালোবাসা এল কেন হঠাৎ?

মঙ্গলবার কেক কাটার যে ছবিগুলি কার্তিক নিজের প্রোফাইলে শেয়ার করেছিলেন তা নিজের স্টোরিতে রি-পোস্ট করে সারা লিখলেন, ‘হ্যাপিয়েস্ট বার্থ ডে @কার্তিক আরিয়ান (স্মাইলি ইমোজি)। আশা করি তুমি যা যা আশা করেছ সব এই বছর পাও, আর তোমার সব স্বপ্ন পূরণ হোক।’

২০১৯ সাল নাগাদ কফি উইথ করণ-এ এসে সারা জানিয়েছিলেন বলিউড থেকে বর্তমানে তার সবচেয়ে বেশি আকর্ষক লাগে কার্তিক আরিয়ানকে। এমনকী, করণকে বন্ধুত্ব করিয়ে দেওয়ার কথাও বলেছিলেন। এরপর ২০২০ সালে তারা একসঙ্গে লাভ আজ কাল ছবিতে কাজ করেন। তবে সিনেমা প্রেক্ষাগৃহে আসার আগেই দুজনের পথ আলাদা হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন