৩০ কেজি ওজনের 'গোল্ডফিশ'

কালের কণ্ঠ ফ্রান্স প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৮:৫৮

ফ্রান্সের শ্যাম্পেন অঞ্চলে ব্লু ওয়াটার লেকে বিশাল একটি মাছ ধরেছেন ৪২ বছর বয়সী অ্যান্ডি হ্যাকেত। মাছটির ওজন ৩০ কেজি ৫৭২ গ্রাম।


বিবিসি জানিয়েছে, ওই লেকে যে মাছটি রয়েছে, সে ব্যাপারে বহু দিন ধরেই অবগত ছিলেন স্থানীয় মৎস্যশিকারীরা। গাজরের মতো রঙের জন্য মাছটির পরিচিতি ছিল ‘ক্যারট’ নামে।


অ্যান্ডি হ্যাকেত স্বীকার করেছেন সে কথা। তবে তিনি নিজেই মাছটি ধরতে পারবেন, তা স্বপ্নেও ভাবেননি। কারণ, মাছটি সহজে পানির উপরের দিকে আসতো না।  


হ্যাকেত জানিয়েছেন, ঘটনার দিন যখন বড়শিতে টান লাগে তখন তিনি বুঝতে পারেন, বড় কোনো মাছ আটকা পড়েছে। প্রায় তিরিশ গজ দূর থেকে তিনি দেখতে পান সেটির লালচে কমলা রং।  


অ্যান্ডি জানিয়েছেন, টোপ খেলেও মাছটিকে উপরে তুলে নিয়ে আসা সহজ ছিল না। প্রায় পঁচিশ মিনিট ধরে চেষ্টার পর বাগে আসে মাছটি।  


২০১৯ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বড় মাপের গোল্ডফিশ ধরেন জেসন ফুগেট নামের এক ব্যক্তি। সেই মাছটিকেই এত দিন সবচেয়ে বড় গোল্ড ফিশ হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু অ্যান্ডির ধরা মাছটির ওজন তার থেকেও ১৩ কেজি বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও