কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজনীতিতে আত্মোপলব্ধি একটি ইতিবাচক বিষয়

বাংলা ট্রিবিউন প্রণব কুমার পাণ্ডে প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ১৯:০১

বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে নিজেদের ভুল স্বীকার করা কিংবা নিজেদের কর্ম সম্পর্কে আত্মোপলব্ধির ঘটনা খুব বেশি ঘটে না যদিও এই বিষয়টি রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় বেশিরভাগ রাজনৈতিক দল নিজেদের কার্যক্রমকে মূল্যায়ন করে না। যে রাজনৈতিক দলের নেতারা সময়ের সাথে সাথে এই কাজটি করতে সক্ষম হন তারা রাজনীতিতে ভালোভাবে টিকে থাকেন এ কথা নিশ্চিতভাবে বলা যায়। বাংলাদেশের রাজনীতিতে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে।


এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপিসহ অন্যান্য বিরোধী দলগুলো নিজেদের প্রস্তুত করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপি সরকারের পদত্যাগের দাবিসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে চলেছে কয়েক মাস ধরে। বিরোধীদলের কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে সরকারি দল আওয়ামী লীগও বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। বস্তুতপক্ষে, দেশের রাজনীতিতে নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে নির্বাচনের এক বছর আগে থেকেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও