কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইতিবাচক দিকে মোড় নিয়েছে রেমিট্যান্স প্রবাহ

ঢাকা পোষ্ট এনইসি সম্মেলন কক্ষ প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ১৭:৫৮

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রেমিট্যান্স প্রবাহ ঘুরে এখন ইতিবাচক দিকে মোড় নিয়েছে। এছাড়া, বর্তমানে মূল্যস্ফীতির হার নিম্নমুখী এবং মজুরি হার ঊর্ধ্বমুখী। এটা ভালো লক্ষণ। ডিসেম্বর-জানুয়ারিতে মূল্যস্ফীতি আরও কমবে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি স্থিতিশীল হবে।


মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এসব কথা বলেন।


পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের কেন্দ্রীয় ব্যাংক গত ২ দিন আগে একটা বার্তা দিয়েছে। রেমিট্যান্স প্রবাহ ঘুরে এখন ইতিবাচক দিকে মোড় নিয়েছে। এটা সুসংবাদ। আমরা মালামাল আমদানির ক্ষেত্রে নানা ধরনের মেকানিজম ব্যবহার করেছিলাম, যাতে এটা কম হয়। সেটা ভালো ফল দিয়েছে। এখন রেমিট্যান্স আয় ও ইমপোর্ট আয় যোগ করে যা হয়, ২টার মধ্যে একটা ভারসাম্যে পৌঁছে গেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও