রুশ হামলায় বিকল বিদ্যুৎকেন্দ্র, ভয়ঙ্কর শীতের অপেক্ষায় ইউক্রেইন
রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেইনের বিদ্যুৎ ব্যবস্থা প্রায় পঙ্গু হয়ে পড়ায় রাজধানী কিইভসহ একাধিক এলাকার বাসিন্দাদেরকে পুরোপুরি বিদ্যুৎবিহীন কিংবা সামান্য বিদ্যুৎ নিয়েই পুরো শীতকাল কাটিয়ে দেওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে।
শীতের কারণে এসব এলাকার তাপমাত্রাও এরই মধ্যে হিমাঙ্কের নিচে নেমে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশবাসী, বিশেষ করে কিইভ, দক্ষিণপশ্চিমের ভিনিৎসিয়া, উত্তরের সুমাই এবং কৃষ্ণসাগর তীরবর্তী ওদেসাসহ রুশ হামলায় তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদেরকে বিদ্যুৎ সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন।
ইউক্রেইনের একাধিক স্থান থেকে রুশ সেনাদের পিছু হটার পর সাম্প্রতি সপ্তাহগুলোতে মস্কো ইউক্রেইনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র মেরেছে; রাশিয়ার ছোড়া রকেট ইউক্রেইনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার অর্ধেক ধসিয়ে দিয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।