যেভাবে খেলা দেখছেন অবকাঠামো নির্মাণে যুক্ত শ্রমিকরা
কাতারের রাজধানী দোহায় রবিবার (২০ নভেম্বর) শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। প্রিয় দলের খেলা দেখতে ইতোমধ্যেই দুনিয়ার নানা প্রান্ত থেকে ফুটবল ভক্তরা দেশটিতে গিয়ে পৌঁছেছে। রবিবার প্রথম দিন স্বাগতিক কাতারের মুখোমুখি হয় ইকুয়েডর। এদিন খেলার উন্মাদনায় মেতে উঠে অভিবাসী কর্মীরাও। বিশ্বকাপের নানা অবকাঠামো তৈরিতে শ্রমিক হিসেবে যারা কাজ করেছে তাদেরও ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে খেলা উপভোগ করত দেখা গেছে।
বিভিন্ন দেশ থেকে যাওয়া ক্রীড়ামোদিরা কাতারে যেসব হোটেলে অবস্থান করবেন কিংবা যেসব স্টেডিয়ামে বসে খেলা দেখবেন গত কয়েক বছর ধরে সেগুলো নির্মাণ করেছেন হাজার হাজার বিদেশি শ্রমিক। দোহার শিল্পাঞ্চলে স্থাপিত ফ্যান জোনে অভিবাসী কর্মীদের বিনামূল্যে বিশ্বকাপ উপভোগের সুযোগ করে দেওয়া হয়েছে। রবিবার কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচ দেখতে সেখানে হাজির হয় কয়েক হাজার অভিবাসী কর্মী; যাদের বেশিরভাগই বিশ্বকাপের জন্য নানা অবকাঠামো তৈরির কাজে যুক্ত ছিল। এই শ্রমিকরা মূলত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিক। এর বাইরে কিছু আফ্রিকান শ্রমিকও রয়েছে।