কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লাভরভের ফোনালাপ, ঢাকা সফর বাতিলে দুঃখপ্রকাশ

প্রথম আলো পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ১৮:২০

ভারত মহাসাগরীয় দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে যোগ দিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল। তবে শিডিউল জটিলতার কারণে তাঁর এ সফর বাতিল হয়েছে। এ নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সৌজন্য ফোনালাপ হয়। ফোনালাপের সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে খুব শিগগির তিনি বাংলাদেশে আসার অভিপ্রায় ব্যক্ত করেছেন।


ফোনালাপে তাঁরা বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন এবং এ সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশ সব সময় কৃতজ্ঞতার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা মনে রাখবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও