পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লাভরভের ফোনালাপ, ঢাকা সফর বাতিলে দুঃখপ্রকাশ
ভারত মহাসাগরীয় দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে যোগ দিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল। তবে শিডিউল জটিলতার কারণে তাঁর এ সফর বাতিল হয়েছে। এ নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সৌজন্য ফোনালাপ হয়। ফোনালাপের সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে খুব শিগগির তিনি বাংলাদেশে আসার অভিপ্রায় ব্যক্ত করেছেন।
ফোনালাপে তাঁরা বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন এবং এ সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশ সব সময় কৃতজ্ঞতার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা মনে রাখবে।