You have reached your daily news limit

Please log in to continue


এসএসসির ফল ২৮ নভেম্বর

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া ২০ লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আগামী ২৮ নভেম্বর।

সেদিনই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ২৮ নভেম্বর সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এরপর শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।”

এ বছর নয়টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড সব মিলিয়ে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী  এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। 

দেশে সাধারণত ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়ে আসছিল। করোনাভাইরাসের কারণে পুরো শিক্ষাসূচি পাল্টে যাওয়ায় গত বছর সাড়ে আট মাস পিছিয়ে নভেম্বরে এ পরীক্ষা নেয় সরকার।  

একই কারণে এবার সাড়ে চার মাস পিছিয়ে গত ১৯ জুন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। বিভিন্ন জেলায় বন্যার কারণে স্থগিত হওয়া সে পরীক্ষা শুরু হয় আরও তিন মাস পর, ১৫ সেপ্টেম্বর থেকে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন