চুল পড়া বন্ধে ১০ ঘরোয়া সমাধান
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ১৪:৩৩
বিশেষজ্ঞরা বলছেন দিনে ১০০টি পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। তবে এর বেশি পড়লেই শুরু হয় সমস্যা। চুল পাতলা হয়ে যাওয়া কিংবা ঝরে পড়ার বেশ কিছু কারণ রয়েছে। যত্নের অভাবে যেমন চুল ঝরে যেতে পারে, তেমনি নির্দিষ্ট অসুস্থতা থেকেও পড়তে পারে চুল। শীতের সময় রুক্ষতা বেড়ে চুল পড়ে যাওয়ার সমস্যা আরও প্রকট হয়। ঘরোয়া কিছু উপায় অনুসরণ করে কমাতে পারেন চুল পড়া। তবে এতেও যদি কাজ না হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে চুল পড়া বন্ধের কিছু সহজ সমাধান সম্পর্কে।
- পেঁয়াজ ছেঁচে রস বের করে নিন। রসে তুলা ভিজিয়ে চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি ও মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
- ডিমের সাদা অংশ আলাদা করে এক চা চামচ টক দইয়ের সঙ্গে মিশিয়ে ফেটিয়ে নিন। মিশ্রণটি চুলে আধা ঘণ্টা লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- কারি পাতা বেটে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পুর সাহায্যে।
- অ্যালোভেরার জেল ম্যাসাজ করুন চুলের গোড়ায়। ২০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি ও ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- নারকেলের দুধ ম্যাসাজ করুন চুলের গোড়ায়। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ব্যবহার করুন শ্যাম্পু।
- আমলকীর গুঁড়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ৪০ মিনিট লাগিয়ে রাখুন।
- গরম পানিতে গ্রিন টি ব্যাগ ফেলে ৫ মিনিট ঢেকে রাখুন। এরপর লিকার ঠান্ডা হলে চুলে ঢেলে দিন। কয়েক মিনিট আলতো হাতে ম্যাসাজ করুন চুলের গোড়া। ঘণ্টাখানেক অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
- মেথি পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন বেটে চুলে লাগান। এক ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
- মেহেদি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১ চা চামচ নারিকেল তেল মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
- একটি ডিম ফেটিয়ে মধু ও অলিভ অয়েল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পুর সাহায্যে।
- ট্যাগ:
- লাইফ
- চুল পড়া রোধ
- ঘরোয়া উপায় রোধ