থানায় ফোন দিয়ে নিজের বাল্যবিবাহ ঠেকাল কিশোরী
ফরিদপুরের সালথা উপজেলায় থানায় ফোন দিয়ে নিজের বাল্যবিবাহ বন্ধ করেছে আছিয়া আক্তার নামের এক কিশোরী। আজ রোববার ওই কিশোরী সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন দিয়ে বাল্যবিবাহের বিষয়টি জানালে তিনি বিয়ে বন্ধ করে দেন।
আছিয়া উপজেলার গট্টি ইউনিয়নের দরগাগট্টি গ্রামের কৃষক আতিক মাতুব্বরের মেয়ে। সে স্থানীয় জয়ঝাপ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। এক বোন ও তিন ভাইয়ের মধ্যে আছিয়া সবার বড়। আগামীকাল সোমবার তার বিয়ে হওয়ার কথা ছিল।
আছিয়া আক্তার প্রথম আলোকে বলে, ‘আমার লেখাপড়া করার খুব ইচ্ছা। এই অল্প বয়সে আমি বিয়ে করতে চাই না। কিন্তু আমার পরিবার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করে। বিষয়টি আমি নিজে ওসি স্যারকে ফোনে জানালে তিনি আমার বিয়ে আটকে দেন।’
আছিয়ার বাবা আতিক মাতুব্বর বলেন, ‘আমি একজন দরিদ্র কৃষক। সংসারে অভাব। মেয়ের পড়াশোনার খরচ চালানো আমার পক্ষে কঠিন। এদিকে ছেলেপক্ষ দুই-তিন আগে আছিয়া দেখে পছন্দ করে। তারা দ্রুত বিয়েটা সেরে ফেলার জন্য চাপ দিচ্ছিল। সংসারের অভাবের কথা ভেবে আমি বিয়েতে রাজি হয়েছিলাম।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাল্যবিবাহ রোধ