কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১০ দিন আগেই মেসির জার্সি চেয়ে রাখলেন প্রতিপক্ষ ডিফেন্ডার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ১৯:৫০

এবারের বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের ম্যাচটি মাঠে গড়াবে ৩০ নভেম্বর, অর্থাৎ ম্যাচ শুরুর বাকি এখনও ১০ দিন। কিন্তু এখনই মেসির জার্সিটা ‘বুক’ করে রাখলেন পোলিশ ডিফেন্ডার ম্যাটি ক্যাশ। 


ফুটবল খেলায় ম্যাচশেষে জার্সি বদলের ঘটনাটা বেশ স্বাভাবিক। তবে এবার পোলিশ ডিফেন্ডার ক্যাশ যা করলেন সেটাকে অদ্ভুতই বলা যেতে পারে। কারণ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জার্সি পাওয়ার জন্য রীতিমতো লবিং করেছেন অ্যাস্টন ভিলার এ ডিফেন্ডার। 


অ্যাস্টন ভিলায় ম্যাটি ক্যাশের সতীর্থ আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ক্লাব পর্বে একই দলে খেলা এই দুজন বিশ্বকাপে খলবেন প্রতিপক্ষ হয়ে। তাই স্বাভাবিকভাবেই সাংবাদিক সম্মেলনেও উঠে এসেছে এ ব্যাপারটি। ম্যাচ নিয়ে মার্টিনেজের সঙ্গে কোনো কথা হয়েছে কনা এমন প্রশ্নের জবাবে ক্যাশ বলেন, কে জিতবে সেই নিয়ে কথা বলিনি। তবে আমি ওর থেকে মেসির জার্সি চেয়েছি। অবশ্যই সেটা যদি সম্ভব হয়। দেশের হয়ে নামলে আমরা একে অপরের শত্রু ঠিকই। কিন্তু ভিলার হয়ে আমরা সতীর্থ। বিরাট এক প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে চলেছি আমরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও