চট্টগ্রামে জ্বলন্ত সিগারেট থেকে বহুতল ভবনে আগুন
চট্টগ্রাম মহানগরের ওয়াসা এলাকায় মেরিডিয়ান গ্রুপের নির্মাণাধীন একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। জ্বলন্ত সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
আজ রোববার দুপুর পৌনে তিনটার দিকে নগরের বাওয়া স্কুলের পাশে নির্মাণাধীন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, ৯ম তলায় অব্যবহৃত পাটের বস্তায় ও প্লাস্টিকে নির্মাণ শ্রমিকরা জলন্ত সিগারেটের পিছনের অংশ ফেলে যায়। পরে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে আগ্রাবাদ থেকে ৫টি গাড়ি আসার পর আগুন নিয়ন্ত্রণে না আসলে চন্দনপুরা ও নন্দন কানন থেকে ৩টা ইউনিট নিয়ে আসা হয়।