কর্মী বেশি থাকা দেশ থেকেই রেমিট্যান্সের পতন বেশি

সমকাল প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ১০:১১

করোনার স্থবিরতা কাটিয়ে বিদেশে শ্রমিক যাওয়া বেড়েছে। অর্ধেকের বেশি শ্রমিক যাচ্ছে সৌদি আরবে। নতুন করে শ্রমিক যাওয়ার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওমান। অথচ দেশ দুটি থেকে কমছে রেমিট্যান্স। মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকেও বৈধ পথে প্রবাসী আয় কমছে। হুন্ডি তৎপরতা বেশি থাকায় মোট রেমিট্যান্সে এসব দেশের অংশ কমছে। মূলত এশিয়া বিশেষত মধ্যপ্রাচ্যে থাকা শ্রমিকরা হুন্ডির আশ্রয় বেশি নিচ্ছেন। অবশ্য এ সময়েও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে প্রবাসী আয় বাড়ছে। এসব দেশে তুলনামূলক দক্ষ ও সচেতন কর্মীরা যান।


প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৈধ পথে এ পর্যন্ত দেশের বাইরে গেছেন ১ কোটি ৪৫ লাখ কর্মী। এর মধ্যে সৌদি আরবে গেছেন প্রায় ৩৬ শতাংশ। আর চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৮ লাখ ৭৫ হাজার কর্মী বাইরে গেছেন। এর মধ্যে ৫ লাখ ১৪ হাজার বা ৫৯ শতাংশই গেছেন সৌদি আরবে। গত বছর ৬ লাখ ১৭ হাজার শ্রমিক যান সে দেশে। ২০২০ সালে এ সংখ্যা ছিল ২ লাখ ১৮ হাজার। শ্রমিক যাওয়া বাড়লেও দেশটি থেকে মোট রেমিট্যান্সে অংশ কমছে। করোনার বছর ২০২০ সালে মোট ২ হাজার ১৭৫ কোটি ডলার রেমিট্যান্সের ২৩ দশমিক ৫৮ শতাংশ আসে সৌদি আরব থেকে। পরের বছর সেখান থেকে মোট রেমিট্যান্সের ২৩ দশমিক ১৭ শতাংশ আসে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এ অংশ আরও কমে ১৯ শতাংশের নিচে নেমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও