![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-11%2F3c3c6f22-9c9c-4537-ab7a-4e9ac6c7917b%2Fnoor_ahmad_191122_01.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=800)
ওয়ানডেতে ফিরলেন নাইব, ফের ডাক পেলেন নুর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ২২:৫৭
আফগানিস্তানের ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব। প্রায় ১৬ মাস পর আবার ডাক পেয়েছেন বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমাদ।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা সিরিজের দল থেকে বাদ পড়েননি কেউ। যুক্ত হয়েছেন কেবল নাইব ও নুর।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে সবশেষ ওয়ানডে খেলেন নাইব। এরপর জিম্বাবুয়ে সিরিজের দলে জায়গা হারান। অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হযরতউল্লাহ জাজাইয়ের অসুস্থতায় বদলি হিসেবে ডাক পান এই পেস বোলিং অলরাউন্ডার।
- ট্যাগ:
- খেলা
- ওয়ানডে সিরিজ
- গুলবাদিন নাইব
- নুর আহমেদ