কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নারী নির্যাতন ও যৌতুক মামলায় তদন্ত ছাড়া গ্রেপ্তার বন্ধের দাবি

সমকাল প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ২২:৪২

বিশ্ব পুরুষ দিবস-২০২২ পালন করেছে এইড ফর মেন ফাউন্ডেশন। এ উপলক্ষে শনিবার সকালে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জড়ো হন সংগঠনটির সদস্যরা। বেলুন উড়িয়ে ও সাইকেল র‌্যালির মধ্য দিয়ে দিবসের উদ্বোধন এবং সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। দিবসের কর্মসূচিতে নারী নির্যাতন ও যৌতুকের মামলায় তদন্ত ছাড়া গ্রেপ্তার বন্ধের দাবি জানানো হয়।  


দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইড ফর মেন ফাউন্ডেশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন। সাইকেল র‌্যালির উদ্বোধন করেন সাবেক জাতীয় ফুটবল তারকা কায়সার হামিদ।‌ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পাস পত্রিকার প্রধান সম্পাদক ড. এম. হেলাল, বাংলাদেশ চেস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, জাতীয় দাবা খেলোয়াড় এনায়েত হোসেন, ব্যারিস্টার আশরাফ রহমান, এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম নাদিম প্ওরমুখ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও