মেয়ের বাগদান অনুষ্ঠানে নাচলেন আমির খান!

চ্যানেল আই প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ১৬:০৯

দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সারলেন বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, শুক্রবার (১৮ নভেম্বর) মুম্বাইতে ইরার বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বাগদানের অনুষ্ঠানে ইরাকে একটি লাল অফ শোল্ডার গাউনে এবং নূপুরকে একটি টাক্সেডোতে দেখা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান, তার মা জিনাত হুসেইন ও প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ভাগনে ইমরান খানসহ পরিবারের মানুষজন ও বন্ধুরা।


এদিন মেয়ের বাগদানের অনুষ্ঠানে আমিরকে সাদা রঙের পায়জামা এবং কুর্তায় ‘পাপা কেহতে হ্যায়’ গানে নাচতেও দেখা যায়।


এর আগে গেল সেপ্টেম্বরে ইতালিতে একটি সাইক্লিং ইভেন্টে সকলের সামনে হাঁটু মুড়ে বসে ইরাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নূপুর। যে প্রস্তাবে এক মিনিটও দেরী না করে ‘হ্যা’ বলে দেন আমির কন্যা। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলেন ইরা।


বাগদানের সেই ভিডিও প্রকাশের পর বন্ধু ও স্বজনদের শুভেচ্ছায় ভেসেছেন আমির কন্যা। এবার পরিবার নিয়ে আনুষ্ঠানিকভাবে বাগদান সারলেন ইরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও