কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৮৬০ কারাবন্দির বিপরীতে একজন চিকিৎসক

বাংলা ট্রিবিউন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ১৩:৩৬

চিকিৎসক সংকটে রয়েছে দেশের কারা হাসপাতালগুলো। বর্তমানে ৮৬০ জন কারাবন্দির বিপরীতে চিকিৎসক রয়েছেন মাত্র একজন। এই সংকট দূর করতে বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদফতর উদ্যোগ নিলেও সেটা কার্যকর হয়নি। উচ্চ আদালত থেকেও একাধিকবার এ সংকট সমাধানে উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদফতরকে নির্দেশনা দেওয়া হয়। সব কারাগারে শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য গত ১৫ নভেম্বর সর্বশেষ উচ্চ আদালত থেকে সরকারকে নির্দেশ দেওয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী, কাজ অব্যাহত আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে কারা হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও প্যারামেডিক নিয়োগের জন্য পৃথক মেডিক্যাল ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে কারা হাসপাতালগুলোতে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া আরও সহজ হবে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের কারাগারগুলোতে বন্দি রয়েছে ৮০ হাজারেরও বেশি বন্দি। আর তাদের  চিকিৎসা দিচ্ছেন মাত্র ৯৩ জন চিকিৎসক। অর্থাৎ গড়ে ৮৬০ জন বন্দির বিপরীতে সেবা দিচ্ছেন একজন চিকিৎসক। কারা হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ১৪১টি। এর বিপরীতে অধিদফতরের নিজস্ব চিকিৎসক আছেন মাত্র ৪ জন। অর্থাৎ ১৩৭টি পদই এখনও শূন্য রয়েছে। যদিও সিভিল সার্জন অফিস থেকে  কারাগারগুলোতে বর্তমানে ৮৯ জন চিকিৎসক সংযুক্ত আছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসব চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা থাকলেও নানা জটিলতায় নিয়োগ দেওয়া যাচ্ছে না। যে কারণে কারা হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও প্যারামেডিক নিয়োগের জন্য মন্ত্রণালয়ে পৃথক মেডিক্যাল ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়। এজন্য প্রকল্প তৈরি ও নিয়োগের উদ্যোগ গ্রহণ করতেও সংশ্লিষ্টদের বলা হয়েছে। গত সেপ্টেম্বর মাসেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অনুবিভাগের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে সর্বশেষ অগ্রগতির বিষয়ে দ্রুত প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবের কাছে দিতে উপসচিব (প্রশাসন-৩) ও কারা অধিদফতরের আইজি প্রিজন্সকে নির্দেশনা দেওয়া হয়েছে।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও