গর্ভকালে যে কারণে বুক জ্বলে

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ১০:১৩

কোনো কোনো গর্ভবতী বুক জ্বালাপোড়া সমস্যার কথা বলে থাকেন। গর্ভকালীন অবস্থায় এ ধরনের সমস্যা হওয়াটা মোটেও অস্বাভাবিক নয়। এ সময় হরমোনের তারতম্যে জ্বালাপোড়ার সমস্যা, বমি হওয়া, বমি ভাব, অস্বস্তিকর অবস্থা, টক ঢেঁকুর, মুখে টক ভাব, এমনকি পেটের উপরিভাগে অথবা পুরো পেটে হালকা বা ভারী ব্যথা হতে পারে।


সমস্যা যে কারণে হয় : মূলত ‘গ্যাস্ট্রিক জুস’ বা ‘পাচকরস’, যা খাদ্যনালির ভেতর দিয়ে উল্টো দিকে প্রবাহিত হয় বলে এ সমস্যা দেখা দেয়। এই সময়ে জরায়ুর বিস্তৃতির কারণে পাকস্থলিতে চাপ পড়ে। ফলে পাকস্থলিতে থাকা খাদ্য পেটের উপরিভাগে ঠেলে দেয় এবং অ্যাসিডিটি থেকে এমন হতে পারে। এ সময়ে ‘প্রোজেস্টেরন’ নামক হরমোন পাচনতন্ত্রেও পেশি প্রভাবিত করে খাদ্যনালির নিচে খাদ্য উদগীরণ প্রতিরোধক ভাল্ব শিথিল করে দেয়। ফলে খাদ্যনালিতে খাদ্য উঠে আসতে চায়। তবে এ সমস্যা মোটেও বিপজ্জনক নয়। গর্ভকালীন কিছু নিয়ম মেনে চললে গর্ভবতী আর বুক জ্বালাপোড়া সমস্যায় ভুগবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও