কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোবাইল প্লাটফর্মে হোয়াটসঅ্যাপের ভোটিং ফিচার চালু

বণিক বার্তা প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৯:৪৬

মেসেজিং অ্যাপ্লিকেশনের জন্য দীর্ঘদিন ধরে পোল ফিচারের পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। আগে এ বিষয়ে প্রতিবেদনও প্রকাশ হয়েছিল যে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে। যেটি গ্রুপ চ্যাটে পোল বা ভোটদানের সুবিধা দেবে। বর্তমানে সব ব্যবহারকারীর জন্য আনুষ্ঠানিকভাবে ফিচারটি চালু করা হয়েছে। খবর গিজমোচায়না।


অ্যাপের আপডেটেড ভার্সন ইনস্টলের মাধ্যমে যেকোনো ব্যবহারকারী সহজেই ফিচারটি ব্যবহার করতে পারবে। হোয়াটসঅ্যাপের স্ট্যাবল ভার্সনে পোল ফিচারটি যুক্ত রয়েছে। এর আগে শুধু বেটা ভার্সনে ফিচারটি ছিল। ফিচারটি গ্রুপ চ্যাটের পাশাপাশি ওয়ান-অন-ওয়ান বা পারস্পরিক কথোপকথনেও ব্যবহার করা যাবে।


ফিচারটিতে ১২টি অপশন রয়েছে। অর্থাৎ একটি একক পোল বা ভোট প্রদান কার্যক্রমে ১২টি অপশন যুক্ত করা যাবে। তবে শুধু একজন একাধিক অপশন যুক্ত করতে পারবে। দুটি বিকল্প থাকলেই কেবল নতুন করে পোল তৈরি করা যাবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে। ভোট দেয়ার সময় প্রত্যেক ব্যবহারকারী একাধিক অপশন নির্বাচন করতে পারবে। এছাড়া চাইলে শুধু একটি অপশনও নির্বাচন করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও