যুক্তরাষ্ট্রে ‘লাল ঢেউ’ ওঠেনি যে কারণে

দেশ রূপান্তর আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৯:৪২

৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ‘লাল ঢেউ’-এর স্বপ্ন দেখেছিলেন রিপাবলিকানরা। মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই বড় ব্যবধানে জয়ী হওয়ার আশাও ছিল। কিন্তু প্রত্যাশিত সেই ঢেউ ওঠেনি। সামান্য ব্যবধানে প্রতিনিধি পরিষদে জয় পায় তারা। রিপাবলিকানদের এমন ফলাফলে ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্যে খুব একটা পরিবর্তন হয়নি। লিখেছেন নাসরিন শওকত


১৭৮৮ সালে সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রের। প্রতি চার বছর পর নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এর দুই বছরের মাথায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভসের (প্রতিনিধি পরিষদ) সব কটি আসনে (৪৩৫) ও সিনেটের এক-তৃতীয়াংশ অর্থাৎ ৩৫টি আসনে ভোটগ্রহণ হয়। সিনেট ও প্রতিনিধি পরিষদের পাশাপাশি গভর্নর, সারা দেশের স্থানীয় কাউন্সিল ও স্কুল বোর্ডগুলোর নির্বাচনও অনুষ্ঠিত হয়। এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব কটি আসনেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও