১০ ডিসেম্বর ঘিরে কঠোর নিরাপত্তা বলয়

ইত্তেফাক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৮:৩৮

১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। ঐ দিনই মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখে সমাবেশ ও পাড়া-মহল্লায় সতর্ক পাহারায় থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। একইদিন দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এছাড়া দলগুলোর কেন্দ্রীয় নেতাদের পালটাপালটি বক্তব্য ঘিরেও জনমনে নানা উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ কারণে ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।


মহাসমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনগণের জানমালের নিরাপত্তায় ঐ দিন পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুরো ঢাকাকে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হবে। বাহিনীগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত