ঠোঁট ফাটা রোধ করবে ঘরে তৈরি লিপবাম

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ১৭:৩৪

কেবল শীতকাল নয়, পুরো বছরজুড়েই প্রাকৃতিক গোলাপি ঠোঁট পেতে চাইলে ব্যবহার করতে পারেন ঘরে তৈরি বিটরুটের লিপবাম। এটি যেমন গোলাপি আভা নিয়ে আসবে ঠোঁটে, তেমনি ঠোঁট ফাটা রোধ করে কোমল ও মসৃণ রাখবে ঠোঁট। জেনে নিন কীভাবে খুব সহজ উপায়ে বানাবেন লিপবাম।


ভালো করে ধুয়ে তারপর দুটি বিটরুটের খোসা ছাড়িয়ে নিন। গ্রেটার দিয়ে মিহি কুচি করে ছাঁকনি দিয়ে ছেঁকে রস আলাদা করুন। চুলায় প্যান বসিয়ে রস জ্বাল দিন। অনবরত নাড়তে হবে। ঘন হয়ে গেলে নামিয়ে নিন। ঠান্ডা হওয়ার পর ১ চা চামচ বিটরুটের রসের সঙ্গে ১ চা চামচ নারিকেল তেল মিশিয়ে নিন। পেস্টটি ১৫ মিনিটের ফ্রিজে রেখে জমিয়ে নিন। এরপর বের করে ৩ চা চামচ পেট্রোলিয়াম জেলি, কয়েক ফোঁটা রোজ এসেন্স ও ৩টি স্কিন ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। একটু সময় নিয়ে মেশাবেন। মিশ্রণটি ছোট একটি কনটেইনারে ভরে রেখে দিন। ব্যবহার করুন প্রয়োজন মতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও