কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গলা থেকে ঝুলছে দু’টি মোবাইল ফোন, তাতেই ঢাকা বক্ষযুগল, উরফি বললেন, ‘চার্জ রয়েছে ভরপুর’

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ১৬:৫৯

উরফি ভিডিয়ো প্রকাশ করবেন আর বিতর্ক শুরু হবে না, তা কি হয়? বলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী তাঁকে বলা যায় না। তবু উরফি মানেই বিতর্ক। কারণ তাঁর ব্যতিক্রমী সব পোশাক। উরফি জাভেদকে কেন্দ্র করে নেটমাধ্যমে যে ঝড় ওঠে, তা অনেকের কাছেই ঈর্ষণীয়। এর আগে কখনও সেফটি পিন দিয়ে তৈরি পোশাক, কখনও আবার ব্লেড কিংবা ফোটো দিয়ে তৈরি জামা পরে নজর কেড়েছিলেন তিনি। এ বার ফের নতুন অবতারে দেখা গেল তাঁকে। ফোন দিয়ে তৈরি অন্তর্বাস পরলেন তিনি।


পোশাকপরিচ্ছদ সব সময়েই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে তাঁর। এ বার নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করা ভিডিয়োতে উরফি যে জিনিসটি পরেছেন, তাকে আদৌ পোশাক বলা যায় কি না, তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ। সদ্য প্রকাশিত ভিডিয়োটির শুরুতে ঊর্ধ্বাঙ্গে দু’টি মোবাইল ছাড়া আর কিছুই পরে নেই তিনি। কিছু ক্ষণ পর নীল রঙের একটি জ্যাকেট পরে নেন। তবে তাতেও ঢাকা পড়েনি মোবাইলের অন্তর্বাস। ইনস্টাগ্রামে উরফি লিখেছেন, ‘ফুললি চার্জড’। বাংলায় তর্জমা করলে যা দাঁড়ায়, পুরো চার্জ দেওয়া রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও