You have reached your daily news limit

Please log in to continue


কাগজের মূল্যবৃদ্ধি: নতুন বই ছাপা নিয়ে সংশয়

কাগজের দাম বাড়ায় প্রকাশকদের মধ্যে নতুন বই ছাপা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক প্রকাশক অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে নতুন বই প্রকাশ করছেন না বলে ঘোষণা দিয়েছেন। লেখকদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

কাগজের দাম বাড়ার ফলে যদি নতুন বই প্রকাশ না পায় তাহলে বাংলা সাহিত্যে তার কতটা প্রভাব পড়বে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অমর একুশে বইমেলা ২০২৩-এ নতুন বই প্রকাশ করতে তাদের দ্বিগুণ খরচ পড়বে। ফলে যতটা না পাঠক ক্ষতিগ্রস্ত হবে, তার থেকে বেশি ক্ষতি হবে বাংলা সাহিত্যের।

দেশের বৃহত্তম কাগজের মার্কেট রাজধানীর নয়াবাজার ঘুরে দেখা যায়, গত ছয় মাসে সব ধরনের কাগজের দাম দ্বিগুণ হয়েছে। বর্তমানে পাইকারিতে হোয়াইটপ্রিন্ট প্রতি টন কাগজ ৩৫-৩৭ হাজার টাকা বেড়ে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ১ লাখ ২৮ হাজার থেকে ১ লাখ ৩৫ হাজার টাকায়। ছয় মাস আগেও ৯০ হাজার থেকে ১ লাখ টাকায় কিনতে পাওয়া যেত। ভালোমানের নিউজপ্রিন্ট এক টন কাগজের দাম বেড়েছে ১৫ হাজার টাকা, যা এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ হাজার টাকায়। চার মাস আগেও কিনতে পাওয়া যেত ৫৫ থেকে ৬০ হাজার টাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন