আর্জেন্টিনা দলে দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন দুই খেলোয়াড়

প্রথম আলো প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ০৯:৩৮

শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন নিকো গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়া। এ দুজনের জায়গায় দলে ডাকা হয়েছে থিয়াগো আলমাদা ও আনহেল কোরেয়াকে। এরই মধ্যে আর্জেন্টিনা থেকে কাতারে রওনা দিয়েছেন তাঁরা।


আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার অনুশীলনে পেশিতে চোট পেয়েছেন গঞ্জালেস। তবে হোয়াকিন কী কারণে ছিটকে গেছেন সেটি প্রকাশ করা হয়নি। দুজনই উইঙ্গার। বদলি হিসেবে আসা আনহেল কোরেয়া গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকাজয়ী দলে ছিলেন। চলতি মৌসুমে আতলেতিকো মাদ্রিদের হয়ে ২১ ম্যাচে ৪ গোল তাঁর।


সুযোগ পাওয়া অপর খেলোয়াড় আলমাদা জাতীয় দলে প্রথম ডাকই পেয়েছিলেন এ বছরের সেপ্টেম্বরে। খেলেছিলেন হন্ডুরাসের বিপক্ষে। ২১ বছর বয়সী আলমাদা খেলেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব আটলান্টা ইউনাইটেডে। এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৬ গোল ও ১২ অ্যাসিস্টে লিগের বর্ষসেরা নবাগত ফুটবলারের স্বীকৃতিও পেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও