কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিনি ‘প্লাস্টিক ম্যান’

প্রথম আলো প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ০৯:৩৫

পশ্চিম আফ্রিকার রাষ্ট্র সেনেগালের রাজধানী ডাকার। ডাকারের একপাশে সমুদ্রসৈকত। সেই ইয়ারাখ বিচের ধার ধরে প্লাস্টিকের বোতল, পলিথিন, নানা প্যাকেট, ময়লা আর আবর্জনা প্রতি মুহূর্তে গিয়ে মিশছে সমুদ্রে। যেভাবে বিশ্বের মহাসমুদ্রগুলো পরিণত হচ্ছে মহাভাগাড়ে, তারই যেন উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে এই সৈকত। সেখানেই গায়ে নানা ধরনের প্লাস্টিকের ব্যাগ, টুপি, বোতল আর আবর্জনা গায়ে দাঁড়িয়ে থাকেন এক যুবক। মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। নানা কথা বলেন। লোকটার নাম মদ্যু ফল।


৪৯ বছর বয়সী মদ্যুকে শুরুতে অনেকেই ভেবেছিল পাগল। তারপর কিছু গণমাধ্যম মদ্যুর কথা শুনল। তিনি একজন পরিবেশযোদ্ধা। সমুদ্রদূষণ আর পরিবেশদূষণ রোধে কাজ করছেন। মানুষকে প্লাস্টিক ব্যবহার না করার জন্য উদ্বুদ্ধ করছেন। পেশায় কৃষক মদ্যুর জীবনের একটাই লক্ষ্য, সেনেগালকে দূষণমুক্ত করা। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিবেশযোদ্ধা বলেন, ‘প্লাস্টিক যে শুধু সাগরের জন্য ক্ষতিকর তাই–ই নয়, মানুষের জন্য, মানবসভ্যতার বিকাশের জন্যও মারাত্মক ক্ষতিকর। মানুষ তো পরিবেশেরই অংশ। পরিবেশই যদি না টেকে, মানুষ কীভাবে টিকবে? আমার যুদ্ধ পরিবেশ বাঁচানোর যুদ্ধ নয়। আমার লড়াই নিজেদের অস্তিত্ব বাঁচানোর লক্ষ্যে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে