ক্যাম্পাসগুলোতে শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল উদ্যাপনের প্রস্তুতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল-সমর্থক শিক্ষার্থীরা মিলে যেমন বৃহস্পতিবার আয়োজন করলেন এক মিলনমেলা।
জানা গেছে, জগন্নাথের ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে যাঁরা ব্রাজিলের সমর্থক, তাঁরা আগে থেকেই ফেসবুক মেসেঞ্জারে একটি গ্রুপে এক হয়েছেন। বিশ্বকাপ নিয়ে গ্রুপে চলছে নানা আলোচনা। বেশ কয়েক দিন ধরেই একটি মিলনমেলা করার পরিকল্পনা করছিলেন তাঁরা। দীর্ঘ দুই সপ্তাহ ধরে নাম নিবন্ধন, জার্সির রং-সাইজ-যোগাযোগের নম্বর সংগ্রহ করা ইত্যাদি কার্যক্রম শেষে অবশেষে সফল হয়েছে মিলনমেলার আয়োজন।