ব্রণের সমস্যায় আধুনিক চিকিৎসা
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ০৮:৪২
টিনএজ বয়স পার করেছেন অথচ ব্রণের সমস্যায় ভোগেনি- এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কৈশোর ও তরুণ ছেলেমেয়ের বেশির ভাগের ত্বকে ব্রণ দেখা দেয়। ফলে অনেকেরই ত্বকে দীর্ঘমেয়াদি ক্ষত হয়। তবে সময়মতো চিকিৎসা ও পরিচর্যায় ব্রণ পুরোপুরি দূর করা যায়। অবশ্য কখনো কখনো চিকিৎসারও প্রয়োজন হয় না।
যে কারণে হয় : ব্রণ মূলত টিনএজ বয়সের ত্বকের সাধারণ সমস্যা। শরীরে হরমোন মূলত এজন্য দায়ী। হরমোন পরিবর্তনে ব্রণ বা অ্যাকনের সমস্যা হয়। ছেলেদের ত্বকে ব্রণের তীব্রতা একটু বেশি হয়। কারও কারও টিনএজ বয়স পেরিয়ে গেলেও এ সমস্যা অনেক দিন থেকে যায়।