প্যারালাইসিস রোগীর জন্য চিকিৎসা

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ১৯:১২

পক্ষাঘাত বা প্যারালাইসিস ব্রেইন স্ট্রোক নামে পরিচিত। এটি মস্তিষ্কের রক্তনালির মধ্যকার রক্ত চলাচলের ব্যাঘাতজনিত রোগ। হঠাৎ করে মস্তিষ্কের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে বা রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে একদিকের অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দেয়। একেই বলে পক্ষাঘাত বা প্যারালাইসিস। অনেক সময় হালকা স্ট্রোকের কারণে শরীরের একপাশে আংশিক পক্ষাঘাত দেখা দিয়ে থাকে। আর এতে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক চলন-ক্ষমতা হারিয়ে ফেলে। বিশ্বে প্রতি ছয় সেকেন্ডে একজন স্ট্রোকে মারা যায়। একে সেরিব্রোভাসকুলার অ্যাকসিডেন্টও বলা হয়ে থাকে। মস্তিষ্কের ভিন্ন ভিন্ন জায়গা শরীরের ভিন্ন ভিন্ন অংশের কাজের জন্য নির্দিষ্ট থাকে। তাই মস্তিষ্কের কোথায়, কতটুকু আক্রান্ত হয়েছে, তার ওপর নির্ভর করে স্ট্রোকের উপসর্গ।


উপসর্গ : স্ট্রোকের পর শরীরের এক পাশ অথবা অনেক সময় দুপাশই অবশ হয়ে যায়। মাংসপেশির টোন প্রাথমিক পর্যায়ে কমে যায়। পরে আস্তে আস্তে টোন বাড়তে থাকে অথবা হাত ও পায়ের মাংশপেশি দুর্বল ও নরম হয়ে যায়। হাত ও পায়ে ব্যথা থাকতে পারে, নড়াচড়া সম্পূর্ণ অথবা আংশিকভাবে কমে যেতে পারে। মাংসপেশি শুকিয়ে অথবা শক্ত হয়ে যেতে পারে। সোল্ডার বা ঘাড়ের জোড় বা জয়েন্ট সরে যেতে পারে। কথা বলার সময়ও সমস্যা দেখা দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও