কাতারের গর্বের প্রতীক লুসাইল স্টেডিয়াম
কাতারের এই স্টেডিয়ামটি মূলত বিশ্বকাপকে সামনে রেখেই তৈরি করা। ২০১০ সাল থেকে নকশা চেয়েও মনের মতো হচ্ছিল না কর্তৃপক্ষের। শেষে আয়োজক কমিটি বাটি-আকৃতির একটি নকশাকে বেছে নেয়। সুন্দর লুসাইল স্টেডিয়ামে এক সঙ্গে বসে ৮০ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবেন। বিশ্বকাপের সোনালী ট্রফিটা জয়ের লক্ষ্যে এখানেই মাঠে নামবেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোরা।
ফাইনাল মহারণে লুসাইলের আকাশেই শিরোপা উঁচিয়ে বিশ্বজয়ের আনন্দে মাতবেন বিশ্বসেরারা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরুর দ্বিতীয় দিনে এখানে মেসি-ডি মারিয়াদের আর্জেন্টিনা মুখোমুখি হবে সৌদি আরবের। চারদিন পর ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে লড়বে লা আলবিসেলেস্তেরা। ২৪ তারিখ লুসাইলে নেইমার-রিচার্লিসনদের ব্রাজিল মাঠে সাবিয়ার বিপক্ষে। ২ ডিসেম্বর হলুদ জার্সিধারীদের প্রতিপক্ষ হবে ক্যামেরুন। রোনালদো-ব্রুনোদের পর্তুগাল ২৮ তারিখ মুখোমুখি হবে নুনেজ-সুয়ারেজদের উরুগুয়ের বিপক্ষে। এখানে বসবে শেষ ষোলোর একটি, কোয়ার্টার ফাইনালের একটি ও একটি সেমিফাইনালের মহারণ। ১৮ ডিসেম্বর এই মাঠেই হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।