পাসপোর্টে ইরাকি সিল পড়লে বিপদ; তাই প্রস্তুতি ম্যাচ খেলল না কোস্টারিকা
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ১৬:২০
কাতার বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে সবগুলো দলই প্রস্তুতি ম্যাচ খেলছে। গতকাল রাতে আর্জেন্টিনা যেমন খেলেছে আরব আমিরাতের বিপক্ষে। তেমনই কোস্টারিকার খেলার কথা ছিল ইরাকের বিপক্ষে। কিন্তু পাসপোর্টে ইরাকের ইমিগ্রেশন সিল পড়লে ভবিষ্যতে ঝামেলা হবে ভেবে কোস্টারিকা সেই প্রস্তুতি ম্যাচ বাতিল করে দিয়েছে! কোস্টারিকা দল তাদের বিশ্বকাপ ক্যাম্প করছে কুয়েতে। চ
সেখান থেকে স্থলপথ দিয়ে তাদের ইরাকে প্রবেশের কথা ছিল। নিয়মানুযায়ী খেলোয়াড়-কর্মকর্তাদের পাসপোর্টে ইরাকি ইমিগ্রেশনের সিল মারতেই হবে। কিন্তু কোস্টারিকা দলের পক্ষ থেকে ইরাকি কর্মকর্তাদের কাছে অনুরোধ করা হয় যে, যাতে তাদের পাসপোর্টে কোনো সিল দেওয়া না হয়! স্বাভাবিকভাবেই এই অনুরোধ রাখেনি ইরাকি কর্তৃপক্ষ। এরপরই প্রস্তুতি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় কোস্টারিকা।