ভারতে ‘পাচার হচ্ছিল’ ৭ মণ শিং মাছ

বিডি নিউজ ২৪ আখাউড়া প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ১৪:৪০

ভারতে ‘পাচারের সময়’ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সাত মণ শিং মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।


আখাউড়া থানা পুলিশের ওসি আসাদুল ইসলাম জানান, টাস্কফোর্সের অভিযানে বুধবার গভীর রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়।

ওসি বলেন, গোপন সংবাদে গঙ্গাসাগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতে পাচারের জন্য পিকআপ ভ্যানে করে আনা সাত মণ (২৮০ কেজি) শিং মাছ জব্দ এবং তিনজনকে আটক করা হয়। পরে চালকের দেওয়া তথ্যে মাছের মালিকের সন্ধান মেলে।

জব্দ করা মাছ নিলামে বিক্রি করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।


তিনি বলেন, এ ঘটনায় আটক তিনজন বিজিবির হেফাজতে আছে। মামলা দায়েরের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও