রুদ্ধদ্বার বৈঠকের আলোচনা ফাঁস করায় ট্রুডোকে ‘ভর্ৎসনা’ সির
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে রুদ্ধদ্বার বৈঠকের আলোচনার বিষয়বস্তু গণমাধ্যমে ফাঁস করার অভিযোগ এনেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। একটি ভিডিওতে তাঁকে রীতিমতো ট্রুডোকে ভর্ৎসনা করতে দেখা যায়। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের
ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলন চলাকালে দুই নেতার মধ্যে বৈঠকের পর এ ঘটনা ঘটে। দোভাষীদের মাধ্যমে সি চিন পিং কানাডার প্রধানমন্ত্রীকে বলেন, এটা অনুচিত। ট্রুডোর ‘আন্তরিকতার’ অভাব ছিল বলেও অভিযোগ করেন তিনি।
সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে চীনের কথিত গুপ্তচরবৃত্তি এবং কানাডার নির্বাচনে হস্তক্ষেপের কথা তোলেন বলে গণমাধ্যমকে জানান ট্রুডো। চীনের প্রধানমন্ত্রী সম্ভবত ওই বিষয়ই ইঙ্গিত করেছেন। জি-২০ সম্মেলনে দুই নেতার মধ্যে ওই বৈঠক হয়েছিল রুদ্ধদ্বার। কয়েক বছরের মধ্যে প্রথমবার তাঁরা বৈঠকে বসলেন।
সদ্য সমাপ্ত বিশ্বনেতাদের এ সম্মেলনে সাংবাদিকদের ধারণা একটি ভিডিওতে দেখা যায়, সি চিন ও ট্রুডো দাঁড়ানো অবস্থায় দোভাষীর মাধ্যমে কথা বলছেন। চীনের প্রেসিডেন্ট মান্দারিন ভাষায় ট্রুডোকে বলেন, ‘বৈঠকে আমাদের আলোচনার প্রতিটি বিষয় পত্রিকায় ফাঁস হয়েছে। এটা অনুচিত।’