কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেসি-দি মারিয়ার নৈপুণ্যে বড় জয়ে প্রস্তুতি সারল আর্জেন্টিনা

ডেইলি স্টার প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ১০:২৮

২০২২ কাতার বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে প্রত্যাশামাফিক দাপুটে পারফরম্যান্স উপহার দিল আর্জেন্টিনা। প্রথমার্ধে প্রতিপক্ষের জালে চারবার বল পাঠানো আলবিসেলেস্তেরা দ্বিতীয়ার্ধে গোল করল আরও একটি। শক্তিতে পিছিয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা।


বুধবার আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। তাদের পক্ষে জোড়া গোল করেন দি মারিয়া। একবার করে জালের ঠিকানা খুঁজে নেন হুলিয়ান আলভারেজ, অধিনায়ক মেসি ও হোয়াকিন কোরেয়া।


এবারের বিশ্বকাপে দুইবারের আর্জেন্টিনার গ্রুপ পর্বের প্রথম ম্যাচের আর এক সপ্তাহও বাকি নেই। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল চারটায় তারা মুখোমুখি হবে সৌদি আরবের। এর আগে অনুমিত হলেও আরব আমিরাতের বিপক্ষে গোল উৎসব নিশ্চিতভাবেই উজ্জীবিত করবে তাদের। এই জয়ে টানা অপরাজিত থাকার যাত্রাকে ৩৬ ম্যাচে উন্নীত করল আর্জেন্টিনা। ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শের দ্বারপ্রান্তে পৌঁছে গেল তারা।


বরাবরের মতো বল দখলে প্রাধান্য দেখায় আর্জেন্টিনা। ম্যাচের ৬০ শতাংশ সময়ে বল নিজেদের পায়ে রাখে স্কালোনির দল। তারা প্রতিপক্ষের গোলমুখে ১৫টি শট নিয়ে লক্ষ্যে রাখে সাতটি। অন্যদিকে, আরব আমিরাতের নেওয়া নয়টি শটের তিনটি ছিল লক্ষ্যে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও