ইউটিউব শর্টসের জন্য নিয়ম আরও সহজ হলো
টিকটকের সঙ্গে পাল্লা দিতে ইউটিউব শর্টস নামে নিজস্ব একটি পরিষেবা এনেছে সংস্থাটি। এই পাল্লাকে আরও জোরালো করতে বেশ উঠে-পড়ে লেগেছে প্রতিষ্ঠানটি। এখন থেকে এর শর্ট টার্ম ভিডিও ক্রিয়েটররা যেকোনও লাইসেন্স করা ভিডিওর এক মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবে। আজই এমন একটি ঘোষণা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। যেখানে আগে সর্বোচ্চ ১৫ সেকেন্ড পর্যন্ত লাইসেন্স করা ভিডিও ব্যবহার করার সুযোগ ছিল।
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়, শর্ট ফর্ম ক্রিয়েটরদের লাইসেন্স করা ভিডিও ব্যবহারের সময়সীমা ১৫ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩০ থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত করা হয়েছে যেন তারা আরও বেশি ট্র্যাক বানাতে পারে। ক্রিয়েটররা ইউটিউব অ্যাপের অডিও পিটার থেকে খুব সহজেই দেখতে পারবে কোন গানে কতো সময় দেওয়া হয়েছে। এই সুযোগটি অ্যান্ড্রয়েড আর আইওএসে এখন থেকে শুরু হয়ে আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানায় সংবাদ মাধ্যম এনগেজেট।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইউটিউব
- ইউটিউব ভিডিও
- শর্টস