পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার দায় অস্বীকার রাশিয়ার
মস্কো ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন থেকে নিজেদের বাহিনী প্রত্যাহারে বাধ্য হওয়ার কয়েকদিনের মধ্যেই দেশটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তারমধ্যেই পোল্যান্ডে দুটি ক্ষেপণাস্ত্র পড়েছে বলে খবর আসে।
পোল্যান্ডে নেটোভুক্ত দেশ। নেটোর নীতি অনুযায়ী তাদের সদস্য কোনো দেশের ওপর হামলা হলে প্রতিরক্ষা জোটটির সব দেশের ওপর হামলা হয়েছে বলে গণ্য করতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, তাই পোল্যান্ডের সীমান্ত অঞ্চলের একটি গ্রামে পড়া ওই দুটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দু’জনের নিহত হওয়া নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
পোল্যান্ডের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেইন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় গ্রাম সেবোদুফে ‘রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র’ আঘাত হেনেছে।