অবশেষে উৎক্ষেপণ, চাঁদে যাচ্ছে আর্টেমিস ওয়ান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ১৪:৫২
পাঁচ দশকের ব্যবধানে নভোচারীদের চাঁদে ফেরাতে চায় নাসা; তার আগে নতুন এসএলএস রকেট আর ওরিয়ন স্পেসক্র্যাফটের কার্যক্ষমতা ও নির্ভরযোগ্যতা যাচাইয়ে মহাকাশে যাচ্ছে আর্টেমিস ওয়ান।
এক নজরে খুঁটিনাটি
- লঞ্চ সাইট: ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাড ৩৯বি।
- উৎক্ষেপণের সময়: বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৭ মিনিট।
- মিশনের দৈর্ঘ্য: অন্তত ২৫ দিন ১১ ঘণ্টা ৩৬ মিনিট।
- গন্তব্য: চাঁদের ‘ডিস্ট্যাস্ট রেট্রোগেড অরবিট (ডিআরও)’।
- মোট দূরত্ব পাড়ি: প্রায় ২১ লাখ কিলোমিটার।
- অবতরণ: প্রশান্ত মহাসাগরের স্যান ফ্রান্সিসকো উপকূলে।
- ফেরার সময়ে গতি: ঘণ্টায় সর্বোচ্চ ৪০ হাজার কিলোমিটার।
- ফেরার সম্ভাব্য তারিখ: ১১ ডিসেম্বর, ২০২২।
- ট্যাগ:
- প্রযুক্তি
- রকেট উৎক্ষেপণ
- নাসা