আমি ব্রাজিলের বনেদী সমর্থক, চেতাবেন না: আসিফ
আর মাত্র চারদিন বাকি বিশ্বকাপ উন্মাদনার। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশও ফুটবল বিশ্বকাপ জ্বরে ভুগছে। সমর্থকরা নিজেদের মতো করে পতাকা, জার্সি কিনে প্রিয় দলকে সমর্থন জানাচ্ছে।
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরও বিশ্বকাপ পাগলামীতে আক্রান্ত। নিজেকে বনেদী ব্রাজিল সমর্থক বলে ঘোষণা করেছেন। এক ফেসবুক স্ট্যাটাসে আসিফ জানান, বিশ্বকাপ আসলেই তিনি পাগল হন, সুতরাং কেউ চেতাবেন না।
ব্রাজিলের সমর্থনে দেওয়া তার ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো-
আমরা যারা বনেদী ব্রাজিল সমর্থক আছি, ব্রাজিলীয় ঐতিহ্যের সাম্বা ফুটবলকেই ভালবাসি। বিশ্বকাপ দরজায়, একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে সবসময়ের মত আমার প্রথম সিদ্ধান্ত কোন আর্জেন্টাইন সাপোর্টারের সাথে তর্ক করবো না, এমনিতেও মিনিমাম কাছাকাছি যোগ্যতাসম্পন্ন না হলে কারো সাথে তর্কও করিনা। ব্রাজিল দি অ্যা টিম হিসেবে খেলে, যে কোন ব্যক্তিগত ক্যারিশমা এই দলের একটা হালকা উপলক্ষ্য মাত্র।
সঠিকভাবে খেললে দল হিসেবে আর্জেন্টিনা শক্তিশালী এবং বিশ্বকাপের দাবীদার, এরকম ভাবে বাকী দলগুলোও জেতার জন্য খেলতে আসে। আমার এ মন্তব্যে খুশী হয়ে থাকলে কোন আর্জেন্টাইন সাপোর্টার আমাকে ব্রাজিল দল সাপোর্ট করা নিয়ে বেমক্কা মতামত দিয়ে বিব্রত করবেন না প্লীজ।