কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধূমপান করতে করতে ম্যারাথনে দৌড়! সুখটান দিতে দিতে ৪২ কিলোমিটার পেরোলেন ৫০ বছরের প্রৌঢ়

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ১৯:১১

ম্যারাথন বললেই প্রথম মাথায় আসে ফিটনেসপ্রেমীদের কথা। এত লম্বা দৌড়ে সফল হতে দরকার চূড়ান্ত শারীরিক সক্ষমতা। উল্টো দিকে ধূমপান স্বাস্থ্যগত দিক থেকে চরম ঝুঁকিপূর্ণ। কিন্তু এ হেন বিপরীত মেরুর দু’টি বিষয়কেই মিলিয়ে দিলেন চিনের এক প্রৌঢ়। ধূমপান করতে করতেই টানা বিয়াল্লিশ কিলোমিটার দৌড়লেন তিনি।


পরিচিত মহলে ৫০ বছর বয়সি ওই দৌড়বিদ পরিচিত ‘আঙ্কল চেন’ বলে। ৬ নভেম্বর চিনের শিয়ানজিয়াংয়ে বিয়াল্লিশ কিলোমিটার লম্বা একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। অংশ নেন প্রায় পনেরোশো মানুষ। ৩ ঘণ্টা ২৮ মিনিটে গোটা পথ অতিক্রম করেন তিনি। পাঁচশো চুয়াত্তরতম স্থানে দৌড় শেষ করেন তিনি। কিন্তু দৌড় শেষ করার থেকেও বেশি নজর কেড়েছে দৌড়ের কায়দা। দেখা যায়, গোটা পথেই বিভিন্ন সময়ে তাঁর মুখে রয়েছে সিগারেট। চিনের সমাজমাধ্যম ওয়েবোতে ছড়িয়ে পড়েছে সেই ছবি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও