কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভুয়া পরিচয় ঠেকাতে টুইটারের নতুন উদ্যোগ

প্রথম আলো প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ১৫:০১

পেশার মিথ্যা তথ্য দিয়ে টুইটারে অ্যাকাউন্ট খোলেন অনেকেই। কেউ আবার পরিচিত বা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় দেন। ভুয়া পদবিও ব্যবহার করেন অনেকে। এতে অনেকেই বিভ্রান্ত হন। প্রতারণার ঘটনা ঘটলে প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। সমস্যা সমাধানে বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজেদের কর্মী দাবি করা অ্যাকাউন্টের তালিকা দেখার সুযোগ দেবে টুইটার।


নতুন এই সুবিধা চালু হলে কতজন ব্যক্তি নিজ প্রতিষ্ঠানের কর্মী দাবি করে টুইটার অ্যাকাউন্ট খুলেছেন, সে তথ্য জানতে পারবে প্রতিষ্ঠানগুলো। ফলে অপরিচিত ব্যক্তি বা ভুয়া পদবি ব্যবহারকারীদের বিষয়ে টুইটারের কাছে অভিযোগ করা যাবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ঠিক রাখার পাশাপাশি টুইটার থেকে ভুয়া তথ্যযুক্ত অ্যাকাউন্টগুলো শনাক্ত করে মুছে ফেলা সম্ভব হবে।


টুইটারের মালিক ও নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এক টুইটে জানিয়েছেন, শিগগিরই নতুন এ সুবিধা চালু হবে। কারিগরি ত্রুটির কারণে বিশ্বের বিভিন্ন দেশে টুইটারের গতি কমে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও